হাসির রাজা কাঁদাতেও জানেন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ভারতের সবাই তাকে ‘কমেডি কিং’ হিসেবে চেনেন। বোকাবাক্সের পর্দায় যখন তার অনুষ্ঠান আসে, তখন হাসির ফোয়ারা ফোটে দর্শকের মুখে। শুধু টিভি অনুষ্ঠান নয়, কোনো অ্যাওয়ার্ড শো হোক বা লাইভ প্রোগ্রাম, সবখানেই তার তড়িৎ-উচ্চারণের কথা মানুষকে বিনোদিত করে।

হ্যাঁ, বলা হচ্ছে কপিল শর্মার কথা। নিজের নামে ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠান করেই তিনি খ্যাতি পেয়েছেন। কিন্তু হাসির রাজা যে অভিনয়েও পাকা, সেই অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের চোখে জলও আনতে পারেন, এবার তাই প্রমাণ হলো! ছবির নাম ‘জিগাটো’। নির্মাণ করেছেন বলিউডের প্রশংসিত নির্মাতা নন্দিতা দাস। এতে একজন ডেলিভারি ম্যানের চরিত্রে অভিনয় করেছেন কপিল শর্মা। ১ মার্চ প্রকাশ হয়েছে এর ট্রেলার। আর তা দেখে দর্শক কিছুটা দ্বিধায় পড়তেই পারেন- ইনি আসলেই কপিল তো! রেটিং-নির্ভর ডেলিভারিম্যান রূপে কপিল নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। ফলে এক দিনেই ট্রেলারটির ভিউ ছাড়িয়েছে ৭ মিলিয়ন। আর মন্তব্যের ঘরে আসছে প্রশংসার বান। গেল বছরের সেপ্টেম্বরে ৪৭তম টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘জিগাটো’। এর পর অক্টোবরে ২৭তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর এশিয়ান প্রিমিয়ার হয়। সেখানে কোরিয়ান দর্শকরা ছবিটি দেখে রীতিমতো কেঁদে ফেলেছিল।