ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তির আগেই ৪১৩ কোটি আয় ‘লিও : ব্লাডি সুইট’ ছবির

মুক্তির আগেই ৪১৩ কোটি আয় ‘লিও : ব্লাডি সুইট’ ছবির

দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় ও নির্মাতা লোকেশ কানাগরাজ। ২০২১ সালে তাদের ‘মাস্টার’ ছবিটি সুপারহিট হয়েছিল। এবার তারা এক হয়েছেন ‘লিও : ব্লাডি সুইট’ নামের একটি সিনেমার জন্য। কিছুদিন আগেই এর টাইটেল টিজার প্রকাশ হয়। তাতেই দর্শকের প্রত্যাশার পারদ চূড়ায় উঠে গেছে। এবার জানা গেল, ‘লিও’ ছবিটি মুক্তি আগেই আয় করে নিয়েছে ৪১৩ কোটি রুপি। এর আগে কোনো তামিল সিনেমা মুক্তির আগে এত বেশি আয় করতে পারেনি। রেকর্ড পরিমাণ এ আয় হয়েছে ছবিটির বিভিন্ন রাইটস বিক্রি থেকে। ঘনিষ্ঠ এক সূত্রের তথ্য অনুসারে, ‘লিও’র ডিজিটাল রাইটস কিনেছে নেটফ্লিক্স। ১২০ কোটি রুপির বিশাল অঙ্গে বিজয়-লোকেশের ছবিটি নিয়েছে তারা। এ ছাড়া সান টিভির কাছে ৭০কোটি রুপিতে স্যাটেলাইট রাইটস, সনি মিউজিকের কাছে ১৮ কোটি রুপিতে মিউজিক্যাল রাইটস বিক্রি হয়েছে। এর বাইরে ছবিটির হিন্দি ডাবিং ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হচ্ছে ৩০ কোটিতে। এখানেই শেষ নয়, থিয়েট্রিক্যাল রাইটস থেকেও আসছে মোটা অঙ্কের টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত