ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যাপার ব্ল্যাক য্যাংয়ের ‘ফেরারি ফোক’

র‌্যাপার ব্ল্যাক য্যাংয়ের ‘ফেরারি ফোক’

এলো হলিউডের ‘এক্সট্র্যাকশন’খ্যাত আলোচিত বাংলাদেশি র‌্যাপার ব্ল্যাক য্যাংয়ের নতুন গানচিত্র ‘ফেরারি ফোক’। নিজের কথায় গানটির সংগীতায়োজন করেছেন এম ও জি যি (লস অ্যাঞ্জেলেস)। গানটির ভিডিও বাংলা হাইপ প্রডাকশন থেকে নির্মিত হয়েছে। গত শুক্রবার রাতে ব্ল্যাক য্যাংয়ের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেয়া হয়। ব্ল্যাক য্যাং জানান, ‘ফেরারি ফোক’ গানটির উদ্দেশ্য হচ্ছে, যারা কষ্ট করে অর্জন করে তাদের উৎসাহিত করা। তার ভাষায়, এ গানের মাধ্যমে হিংসা ও বিদ্বেষকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াকে তুলে ধরার চেষ্টা করেছি। গানের একটি লাইনে বলেছি, বাটপারি করলে উপরওয়ালা টিকায় রাখত না। যার মূল অর্থ হলো, মানুষ না জেনে অনেক কথাই বলে থাকে, তবে উপরওয়ালা আর সে জানে একজন আর্টিস্টের জীবন কেমন।

ব্ল্যাক য্যাং মনে করেন, শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের সব র‌্যাপ ফ্যানদের জন্য এ গান বানিয়েছেন তিনি। যেখানে একজন শিল্পীর জীবন জার্নি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত