তামকানাতের গান ‘শহর হারিয়ে যাবে’

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়াউর রহমানের হাত ধরে প্রকাশ হলো তরুণ শিল্পী তামকানাতের তৃতীয় গান ‘শহর হারিয়ে যাবে’। ২৩ ফেব্রুয়ারি ঘটা করে এ গানচিত্রটি উন্মুক্ত করা হয় শিল্পীর ইউটিউব চ্যানেলে। এসময় আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. মেসবাহ কামাল, দীপ্ত টেলিভিশনের প্রযোজক মাহাদি হাসান সোমেন, বিশিষ্ট নজরুলগীতি শিল্পী ও ছায়ানটের শিক্ষক জান্নাত ই ফেরদৌসি লাকী, ‘সাঁতাও’ সিনেমার প্রযোজক শরীফ উল আনোয়ার সজ্জনসহ অনেকে। ‘শহর হারিয়ে যাবে’ গানটিতে ব্যক্তি মানুষের একান্ত বেদনা, নিজেকে নিঃস্ব ভাবা, হারিয়ে ফেলার অনুভব চিত্রিত হয়েছে, পাশাপাশি ভালো সময় আসার আশাবাদও ব্যক্ত হয়েছে। এমনটাই জানান তরুণ শিল্পী তামকানাত। শামীম আরার কথায় গানটির সুর দিয়েছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী আর ভিডিওটি নির্মাণ করেছেন বখতিয়ার হোসেন।