নারী দিবসে পূজার সিনেমা ‘পরী’

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

গতকাল বুধবার ছিল নারী দিবস। এ দিবসে নায়িকা পূজা চেরীকে দেখা গেছে একেবারে ভিন্ন আবহে। যেখানে তিনি অভিনয় করেছেন থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি অসহায় নারী পরী চরিত্রে। ‘পরী’ নামের এ সিনেমা অন্তর্জালে মুক্তি পেয়েছে গতকাল। এটির চিত্রনাট্য তৈরি করেছেন রায়হান খান। সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন জোভান। আরও আছেন তারিক আনাম খান, মুসাফির সৈয়দ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। পূজা চেরী অভিনীত এটাই প্রথম কোনো অন্তর্জাল সিনেমা, যা মুক্তি পাচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। ‘পরী’র গল্প প্রসঙ্গে হিমি জানান, পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক অভিনেতা।