দীর্ঘদিন ‘নিষিদ্ধ’ তকমা গায়ে মেখে সেন্সর বোর্ডের বাতিল খাতায় পড়ে থাকা ছবিটি অবশেষে আলোর মুখ দেখছে। তবে দেশে নয়, দূর দক্ষিণ আমেরিকায়। ছবিটির নাম ‘শনিবার বিকেল’। নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। আজ ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাছে বহুল আলোচিত ও সমালোচিত এ ছবি। ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে মার্কিন মুলুকে ছবিটি পরিবেশনা করছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)। দেশে মুক্তি পেলে ‘শনিবার বিকেল’ নিয়ে নানান প্রচারকার্য চালাতেন নির্মাতাণ্ডশিল্পীরা। কিন্তু আমেরিকায় সেটা যে কাঙ্ক্ষিত পর্যায়ে হচ্ছে না, তা স্বাভাবিক। এর পরও নির্মাতা ফারুকীর মনে দোলা দিচ্ছে তৃপ্তির বাতাস। কারণ আমেরিকার বিভিন্ন দোকানে, দেয়ালে শোভা পাচ্ছে তার ছবির পোস্টার। ৪ মার্চ নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গেল, বিভিন্ন দোকানের দরজায়, দেয়ালে ও সিনেমা হলের সম্মুখে ‘শনিবার বিকেল’ ছবির পোস্টার টানানো হয়েছে।
বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারুকী বলেন, সিনেমার পোস্টারের মতো এমন নস্টালজিক আর যাদুকরি কিছু আছে কি-না আমি জানি না। পাড়ায় পাড়ায় পোস্টার দেখে আমাদের রক্তে নাচন লাগত।