ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রদর্শকদের ‘পাঠান’ অভিমান দিলেন হল বন্ধের আলটিমেটাম

প্রদর্শকদের ‘পাঠান’ অভিমান দিলেন হল বন্ধের আলটিমেটাম

হাজার সিনেমা হল; এ কথাটি ঢালিউডের জন্য এখন রূপকথার গল্পের মতো। যা এ প্রজন্ম শুধু শুনেই এসেছে। এখন হাজার তো দূরের কথা, দেশজুড়ে তন্নতন্ন করে খুঁজলেও ১০০ সিনেমা হল পাওয়া যাবে না! অবিশ্বাস্য কিংবা দুঃখজনক হলেও, এটাই সত্যি। প্রদর্শক নেতাদের তথ্য মতে, ৪ বছর আগেও দেশে সিনেমা হলের সংখ্যা ছিল ২৪০টি। এখন নিয়মিত চালু হলের সংখ্যা মাত্র ৪০টি। তারা জানান, দেশের সিনেমা হলগুলো ক্রমেই গোডাউন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে খবর মিলল, বাংলাদেশেও মুক্তি পাচ্ছে শাহরুখের ব্লকবাস্টার ‘পাঠান’, সঙ্গে খুলে যাচ্ছে হিন্দি ছবি প্রদর্শনের বেড়াজাল। ফেব্রুয়ারিজুড়ে এমন আভাসে রোজার আগেই হল মালিকদের মধ্যে ঈদ উৎসবের আমেজ দেখা গিয়েছিল! কারণ, মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেয়েছিলেন তারা। ২৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দু’দফায় মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত অনুমতি পায়নি ‘পাঠান’ প্রদর্শকরা। তাই ‘পাঠান’-অভিমান বুকে চেপে যক্ষের ধনের মতো টিকিয়ে রাখা চলমান হলগুলো বন্ধের হুমকি দিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। তাদের দাবি, বিদেশি তথা হিন্দি সিনেমা আমদানি করতে হবে। নতুবা অচিরেই তারা হল বন্ধ করে দেবেন। কারণ দেশের ছবি চালিয়ে লোকসানের চোরাবালি থেকে মাথা তুলে দাঁড়াতে পারছেন না তারা। ৪ মার্চ ইস্কাটনে এক সংবাদ সম্মেলনে হল বন্ধের ঘোষণাস্বরূপ হুমকি দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত