ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রানি মুখার্জির কাছে নারী দিবসের তাৎপর্য যেমন

রানি মুখার্জির কাছে নারী দিবসের তাৎপর্য যেমন

নারীর অধিকার প্রতিষ্ঠা ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে প্রতি বছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’। নারী দিবসের তাৎপর্য আসলে কেমন? এ প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেকরকম হবে। নিজের মতো করে এর ব্যাখ্যা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। তার মতে, এ দিবসের তাৎপর্য হলো বছরজুড়ে নারীদের উদযাপন করা, জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। এ ছাড়া আমার মনে হয়, পরিবারের মাধ্যমে আমরা প্রতি দিনই উদযাপিত হই। যদিও তারা সামনাসামনি মুখ ফুটে বলে না, কিন্তু যেভাবে তারা আমাদেরকে ভালোবাসে, এটাই তো একটা উদযাপন। একজন মায়ের জন্য, সন্তানেরা যে ভালোবাসা দেয়, সেটা উদযাপন; একজন স্বামী যখন নিঃশর্তে তার স্ত্রীকে ভালোবাসেন, সেটাই তো নারী দিবসের উদযাপন। যখন কোনও মেয়ে তার মাকে ভালোবাসে কিংবা মা তার কন্যাকে ভালোবাসে, আমার কাছে এসবই নারী দিবসের মাহাত্ম্য। রানি মনে করেন, নারীরা একে-অন্যের সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। যেটা পুরুষেরা পারেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত