কেরানীগঞ্জে সাংস্কৃতিক উৎসব

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ভাওয়াল ক্লাবের আয়োজনে ২ থেকে ৪ মার্চ আনুষ্ঠিত হয় ফাল্গুনের সাংস্কৃতিক উৎসব। ঢাকার কেরানীগঞ্জের মনোহরিয়ায় অবস্থিত আটি-ভাওয়াল স্কুল মাঠে বসে এ আসর। এতে নাচণ্ডগানের জমকালো পরিবেশনার সঙ্গে ছিল গুণিজন সম্মাননা। উৎসবটি নিয়ে আয়োজকদের পক্ষে ফারহিন খান জয়িতা বলেন, কেরানীগঞ্জে সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের বাড়ি। তিনি বেঁচে থাকতে এখানে নানা ধরনের উৎসব হতো। কিন্তু পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। আমরা ফাল্গুন উৎসবের মধ্য দিয়ে আবারও সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এ আয়োজন করেছি। আয়োজনের তিন দিন নানা ধরনের গান ও নাচ পরিবেশিত হয়। ভাওয়াল ক্লাবের পক্ষ থেকে ২০২৩ সালে একুশে পদকপ্রাপ্ত দু’জন ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত একজনকে সম্মাননা দেওয়ারও আয়োজন করা হয়।