ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মনীষা কৈরালার নারী দিবসের ভাবনা

মনীষা কৈরালার নারী দিবসের ভাবনা

জন্ম ও বেড়ে ওঠা নেপালে। সেখানকার সিনেমায় অভিনয়ও করেছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি, জনপ্রিয়তা এসেছে বলিউড থেকে। বেশ কয়েকটি নন্দিত হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশকে সিনে পর্দায় তার গভীর চাহনি আর মিষ্টি হাসি যে মুগ্ধতা ছড়িয়েছিল, তার রেশ রয়ে গেছে এখনও। হ্যাঁ, বলা হচ্ছে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালার কথা। রুপালি দুনিয়ায় তিনি সাফল্য পেয়েছেন বটে; কিন্তু এর পেছনে দিতে হয়েছে কঠোর শ্রম, পেরোতে হয়েছে বহু প্রতিবন্ধকতা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেসব নিয়েই কথা বলেছেন তিনি। মনীষা জানান, নারী হওয়ার কারণে ক্যারিয়ারে অনেক বেশি বাধার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন। তার ভাষ্য, কিছু প্রতিবন্ধকতা এখনও রয়ে গেছে এবং আমি আশা করি কোনো একদিন থাকবে না। কারও লিঙ্গের ওপর ভিত্তি করে নয়, বরং কাজ অনুযায়ী প্রত্যেকে পারিশ্রমিক পাবে। আমার প্রত্যাশা- এ বিষয়টি একদিন সবার কাছেই স্বাভাবিক হয়ে উঠবে। মনীষা কৈরালাকে সর্বশেষ দেখা গেছে ‘শেহজাদা’ সিনেমায়। যেটি মুক্তি পেয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। এতে তিনি কার্তিক আরিয়ানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত