আগেই জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এবার প্রকাশ হলো এ ছবির এক গান। নাম ‘একটা আঙুল’। একটা আঙুল এঁকেছিল ভোরের আলো/একটা আঙুল বলেছিল দেশের কথা/একটা আঙুল দেখিয়েছিল অনেক সাহস/সেই সাহসেই আমরা পেলাম স্বাধীনতা। এমন সমৃদ্ধ কথার গানটি কণ্ঠে তুলেছেন যৌথভাবে লাবিক কামাল গৌরব, রিয়াজুল করিম লিমন, আশীষ ভট্টাচার্য, ফারশিদ আলম, মেহবুবা মিনহাজ ও তাসমীম আনছারী হৃদি। আশীষ ভট্টাচার্য্য ও এফ এম শাহীনের কথায় গানটির সুর করেছেন আশীষ ভট্টাচার্য্য। আর তাতে সংগীতায়োজন করেন লাবিক কামাল গৌরব। এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে ‘মাইক’ ছবিটি পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
মাইক চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন জানান, ২০২২ সালের ৭ মার্চ আমরা ‘মাইক’ সিনেমার শুটিং শুরু করি লক্ষ্মীপুর থেকে।