সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া; রিয়েল লাইফে তারা দু’জন স্বামী-স্ত্রী। এবার তারা রিল লাইফে হাজির হচ্ছেন একই ভূমিকায়। দু’জনকে নিয়ে নির্মিত হলো টিভি ধারাবাহিক ‘বিবাহ বিভ্রাট’।
১ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হয় এ ধারাবাহিকের প্রচার। সাজ্জাদ স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এর কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, বিবাহ কথাটা শুনলেই আনন্দদায়ক এক অনুভূতি জেগে ওঠে মনে। কিন্তু সব বিবাহের ক্ষেত্রে কি একই রকম অবস্থা হয়! কোনো কোনো ক্ষেত্রে বিয়ের সময় অযাচিত জটিলতা এবং বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম অভিজ্ঞতা তৈরি করে।
এ নাটকের মাধ্যমে সেসব জটিল, অযাচিত গল্পগুলো তুলে ধরা হবে। বলা চলে, বিবাহবিষয়ক কমেডি নাটক এটি। ২৬ পর্বের এ ধারাবাহিক নাটক প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে।