ঢাকা ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অভিনেতা হিসেবে পরিচিত, বানিয়েছিলেন ‘তেরে নামে’র মতো সিনেমাও

অভিনেতা হিসেবে পরিচিত, বানিয়েছিলেন ‘তেরে নামে’র মতো সিনেমাও

“ঘুম ভাঙল এ ভয়াবহ খবর দিয়ে। আপনি আমার সব থেকে বড় চিয়ার লিডার ছিলেন। ‘ইমার্জেন্সি’ ছবিতে আপনার পরিচালনা আমার মন জয় করে নিয়েছে। সতীশ কৌশিক অত্যন্ত ভালো মনের জেনুইন মানুষ ছিল। ওকে মিস করব।” টুইটারে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত বৃহস্পতিবার সকালে খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, বলিউডের সুপরিচিত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক আর নেই। মাত্র ৬৭ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ তারকা। টুইটারে এ খবর জানান প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের। এ কথা হয়তো অনেকে জানেন না, অভিনেতা কিংবা কৌতুকশিল্পী হিসেবেই নয়, পরিচালক ও প্রযোজক হিসেবেও প্রতিষ্ঠিত ছিলেন সতীশ। মঞ্চে হিন্দি নাটক ‘উইলি লোম্যান’-এ উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সতীশ। এ ছাড়া কাজ করেছেন আর্থার মিলারের ডেথ অব আ সেলসম্যানের রূপান্তর ‘সেলসম্যান রামলাল’ নাটকে। কাজ করেছেন চিত্রনাট্যকার হিসেবেও। ১৯৮৩ সালে কুন্দন শাহের কমেডি ক্ল্যাসিক ‘জানে ভি দো ইয়ারো’-এর জন্য সংলাপ লিখেছিলেন সতীশ কৌশিক। এক সময় পর্দার সামনে কাজ শুরু করেন। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে দর্শকের নজর কাড়েন প্রতিভাবান এ অভিনেতা। ‘দিওয়ানা’ ছবিতে পাপ্পু পেজার এবং ব্রিটিশ ছবি ‘ব্রিক লেন’-এ চানু আহমেদের চরিত্রটি উল্লেখযোগ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত