ঐতিহ্য রক্ষা ও প্রসারে পুতুল নাটক প্রদর্শনী
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য মিশে আছে বাংলা জনপদে। সাংস্কৃতিক খাতেও এ অঞ্চলের সমৃদ্ধ অতীত রয়েছে। সেই স্বর্ণালি ঐতিহ্যের অন্যতম একটি অংশ হলো পুতুল নাটক, যা কালের আবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে ‘বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এ ঐতিহ্যবাহী পরিবেশনা এখনও জারি রয়েছে। সম্প্রতি রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার কোর্টইয়ার্ডে তাদের পরিবেশনায় ‘কুঁজাবুড়ি’ গল্পের ওপর পুতুল নাটক প্রদর্শনী হয়েছে। গল্পটির রচয়িতা উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। এর গবেষণা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ড. রশীদ হারুন। পুতুল নাটকের সংরক্ষণ ও প্রসারে সংগঠনটির পথচলা শুরু হয় ২০১৫ সালে। ‘শান্তি ও মানবিকতার জন্য পুতুলনাট্য’- লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।