ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কালজয়ী গান থেকে দেবাশীষের সিনেমা, অভিনয়ে রোশান-বুবলী

কালজয়ী গান থেকে দেবাশীষের সিনেমা, অভিনয়ে রোশান-বুবলী

ঢাকাই সিনেমার একটি কালজয়ী গান ‘তুমি যেখানে আমি সেখানে’। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘নাগ পূর্ণিমা’ ছবিতে ব্যবহৃত হয়েছিল গানটি। এতে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর। আর অভিনয়ে ছিলেন সোহেল রানা ও ববিতা। তিন যুগ পর সেই গান ফিরছে। তবে একটু ভিন্ন আঙিকে।

নতুন একটি সিনেমার নামকরণ করা হয়েছে এর নাম থেকে। যেটি নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। ছবির নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। গেল ফেব্রুয়ারি মাসেই ছবিটির ঘোষণা দিয়েছেন নির্মাতা। এরপর জানিয়েছেন, ছবিতে নায়িকা চরিত্রে থাকছেন শবনম বুবলী। এবার যুক্ত হলেন নায়ক জিয়াউল রোশান। তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হন। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। তিনি জানান, বরাবরের মতো এবারও রোমান্টিক-কমেডি ধাঁচের গল্পে সিনেমা নির্মাণ করছেন। এতে দুই প্রতারকের ভূমিকায় অভিনয় করবেন রোশান-বুবলী। যারা ধনীদের ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নেয়। এরপর তা গরিবদের মাঝে বিলিয়ে দেয়।

ছবিটির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে থাকছেন মিশা সওদাগর। এ ছাড়া আফজাল শরীফ, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ দেশের বেশ কয়েকজন কমেডি অভিনেতাকে দেখা যাবে এখানে। অর্থাৎ হাস্যরসের সব রকম ব্যবস্থাই রাখা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত