চরকিতে ‘ওভারট্রাম্প’
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
অভিনব এক কায়দায় মুক্তি দেওয়া হয় সিরিজ ‘ওভারট্রাম্প’-এর ট্রেলার। সিরিজের সব অভিনয়শিল্পী একসঙ্গে লাইভে এসে দর্শকের জন্য মুক্তি দেয় ট্রেইলারটি। আর এ লাইভের মধ্যেই দর্শকদের অনুরোধে নির্ধারণ করা হয় সিরিজটির মুক্তির তারিখও। ১৬ মার্চ মুক্তি পায় বাশার জর্জিস পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’। এ সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মন্ওয়ার, এফএস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেকে। সিরিজটিতে একদন নতুন লুকে, নতুনভাবে দেখা দিলেন চঞ্চল চৌধুরী। পরিচালক বাশার জর্জিস বলেন, ওভারট্রাম্প গল্পটা কোভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে; কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না- যা কমেডি হয়েছে সেটা ভিন্ন মাত্রার, যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প-এর কাজের প্রতি আগ্রহ হয়। সাধারণ ব্যাবসায়ী মিরাজকে অপহরণ করে ভীষণ দুর্বিপাকে পড়ে ফটকা সেলিম। একে একে ঘোট পাকিয়ে যায় সব কিছুতেই। ধোঁকা দেয়াই যখন খেলা, তখন এই খেলায় কে জেতে কে হারে বলা কঠিন। ৬ পর্বের সিরিজ ‘ওভারট্রাম্প-এর গল্পটা এমনই।