ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব বাংলাদেশের ৫০ বছর পূর্তি উৎসবের বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠান ১৯ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী ও সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য প্রদান করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও জাতীয় উদযাপন পরিষদের সদস্য সচিব বেলায়াত হোসেন মামুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চলচ্চিত্রকার ও জাতীয় উদযাপন পরিষদের আহ্বায়ক মোরশেদুল ইসলাম ও সভাপতিত্ব করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি। অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র সংস্কৃতির উৎকর্ষ অর্জনে বিশেষ অবদানের জন্য প্রায় শতাধিক চলচ্চিত্র সংসদের মধ্য থেকে নির্বাচিত ১৫টি চলচ্চিত্র সংসদকে ‘ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সংসদগুলো হলো- বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, সিনে আর্ট সার্কেল, অনুস্টুপ ফিল্ম সোসাইটি, সিনেপল ফিল্ম সোসাইটি, রেইনবো ফিল্ম সোসাইটি, চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস), সায়েন্স সিনে ক্লাব, চলচ্চিত্র চলচ্চিত্র সংসদ, ঋতিক চলচ্চিত্র সংসদ, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, চোখ ফিল্ম সোসাইটি (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ), চিলড্রেন’স ফিল্ম সোসাইটি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এর মধ্যে কেবলমাত্র ‘বাংলাদেশ চলচ্চিত্র সংসদ’কে হীরক সম্মাননা এবং অন্য ১৪টি চলচ্চিত্র সংসদকে সূবর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জলের গান-এর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। শেষে প্রদর্শিত হয় নূরুল আলম আতিকের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’।