ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘চিরকুট’ ছাড়লেন ইমন : কারণ বললেন সুমী

‘চিরকুট’ ছাড়লেন ইমন : কারণ বললেন সুমী

বড় আয়োজনে ২০ বছর পূর্তি উদযাপন করেছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) অনুষ্ঠিত হয় ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শীর্ষক কনসার্ট। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কনসার্টে দেখা যায়নি ব্যান্ডটির অন্যতম সদস্য ইমন চৌধুরীকে। গুঞ্জন জোরাল হয় মূলত তখন থেকেই। যদিও এর আগে থেকেই আলাদাভাবে গান, কনসার্ট করে আসছেন ইমন। কয়েকজন মিউজিশিয়ান ও শিল্পী নিয়ে ‘ইমন চৌধুরী অ্যান্ড টিম’ নামে দলবদ্ধ শো করছেন তিনি। তবে ‘চিরকুট’র দুই দশক পূর্তির বিশেষ আয়োজনে যখন তাকে দেখা যায়নি, তখন অনেকেই আঁচ করে নিয়েছেন ইমন আর চিরকুটে নেই। বিষয়টি নিয়ে ইমন কিংবা ‘চিরকুট’ কারও পক্ষ থেকেই আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তাই দ্বিধা-সংশয়ে আছেন ভক্তরা। ইমন চৌধুরী খুব একটা মুখ খুললেন না। বরং বল ছেড়ে দিলেন দলনেতা সুমীর কোর্টে। বললেন, এগুলো আসলে সুমী আপু ভালো বলতে পারবেন। একটু ওনাকে কল দিন। উনি যেটা বলবেন, সেটাই। এর বাইরে আমার কিছু বলার নেই। কারণ, তিনি এ ব্যান্ডের প্রধান। সুমী বললেন, গত এক-দুই বছর ধরে ও একাই শো করছে। একক ক্যারিয়ারে ফোকাস করছে। তো আমাদের ‘চিরকুট’র কাজও তো এগিয়ে নিতে হবে, তাই না? কিছু দিন আগে ও আর্মি স্টেডিয়ামে একা শো করেছে, কোক স্টুডিওতেও এককভাবে কাজ করছে। আমরা তার সঙ্গে অনেকবার কথা বলেছি। এটা আসলে কোনো সমস্যা না। আমরা কখনও তাকে বাধা দিই না। আমাদের ব্যান্ডের কাজটা শুধু এগিয়ে নিতে হচ্ছে। যেহেতু ও ঠিকঠাক মতো সময় দিতে পারে না, তাই আরেকজন সদস্যকে নিয়ে কাজ করতে হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত