ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘মারকিউলিস’

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘মারকিউলিস’

সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মারকিউলিস’। আবু শাহেদ ইমনের পরিচালনায় এ সিরিজে অভিনয় করেছেন একদল গুণী অভিনেতা। চরকিতে মুক্তি পাবে সিরিজটি। এ সিরিজে আছেন সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ আরও অনেকেই। এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা ইউনিক ছিল জানিয়ে তিনি বলেন, এ সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এ সিরিজের মূল আলাপ। সাবিলা আরও বলেন, আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এ কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এ সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসসহ সব কিছু দারুণ ছিল। দর্শক এর আগে চরকিতে গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছে। এবার তিনি আসছেন অভিনেতা হয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত