ঢাকা ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুপারস্টার হয়েও হারিয়ে যান পারভিন

সুপারস্টার হয়েও হারিয়ে যান পারভিন

বলিপাড়ায় তখন সত্তরের দশকের শুরু। পর্দা কাঁপাচ্ছেন রাজেশ খান্না। সবে উত্থান শুরু হয়েছে অমিতাভ বচ্চনের। সেই সময়ই আরব সাগরের তীরে তুফান তুলেছিলেন এক নায়িকা। যার গ্ল্যামারের ছটায় মোহিত হয়েছে সিনেদুনিয়া। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই আচমকা উধাও হয়ে যান তিনি। তারপর একদিন বাড়ির বন্ধ দরজা ভেঙে উদ্ধার করা হয় তার নিথর দেহ। এক সময়ের মোহময়ী নায়িকা পারভিন ববির জীবন ও মৃত্যু- যে কাহিনি ঘিরে এখনও কৌতূহলের শেষ নেই।

১৯৪৯ সালের ৪ এপ্রিল ভারতের গুজরাটের জুনাগড়ে জন্ম পারভিনের। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। তার যখন ৫ বছর বয়স, তখন বাবাকে হারান তিনি। আহমেদাবাদের মাউন্ট কারমেল উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষের পর সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন পারভিন। সাল ১৯৭২। সেই সময় মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত