ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১২টি নতুন প্রযোজনা নিয়ে আসছে ফিল্ম সিন্ডিকেট

১২টি নতুন প্রযোজনা নিয়ে আসছে ফিল্ম সিন্ডিকেট

রাজধানীর গুলশান ক্লাবে ২০ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্ম সিন্ডিকেট’ ৭টি নতুন ওয়েব সিরিজ ও ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ১২টি নতুন নির্মাণের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি এ নির্মাতা প্রতিষ্ঠানটির লক্ষ্য সারাবিশ্বের ৩০ কোটি বাংলাভাষী দর্শক-শ্রোতা এবং বিনোদন দুনিয়ায় সৃজনশীল, বৈচিত্র্যময় ও গতিশীল নির্মাণের মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও সিইও মীর মোকাররম হোসেন এ উদ্যোগের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ‘কাইজার’-এর নির্মাতা তানিম নূর বলেন, ফিল্ম সিন্ডিকেট নিজেদের কাজের মাধ্যমেই সৃজনশীল সহযোগিতার পথ তৈরি করতে চাই। ফিল্ম সিন্ডিকেটের সহ-প্রতিষ্ঠাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় আলোকপাত করেন তাদের চারটি দর্শকপ্রিয় ওয়েব সিরিজের নির্মাণের স্মৃতি। তার আলোচনায় উঠে আসে, তাকদির, ঊনলৌকিক, কাইজার ও কারাগারের নির্মাণের সময় পেরিয়ে আসা চ্যালেঞ্জগুলো। অনুষ্ঠানে ফিল্ম সিন্ডিকেটের আসন্ন ১২টি প্রযোজনার ঘোষণা দেন নির্মাতা ও প্রতিষ্ঠানটির আরেক সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ শাওকী। এগুলোর মধ্যে রয়েছে ৭টি ওয়েব সিরিজ- ‘ঊনলৌকিক ২’, ‘পেন্ডুলাম’, ‘গুলমোহর’, ‘ডেল্টা ২০৫১’, ‘দ্বৈত’, ‘অদানব’ এবং ‘ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস’। আর ফিল্ম সিন্ডিকেট ঘোষিত ৫টি পূর্ণদৈর্ঘ্যরে চলচ্চিত্র হচ্ছে- ‘লোহানী’, ‘বাইপাস’, ‘খোঁয়ারি’, ‘পুলসিরাত’ এবং ‘হেল ব্রোক লুজ’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত