ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বব ডিলানের ফেইসবুক পোস্টে ৫১ বছর আগের বাংলাদেশ

বব ডিলানের ফেইসবুক পোস্টে ৫১ বছর আগের বাংলাদেশ

মুক্তিযুদ্ধের সময় নিউইয়র্কে বিশাল চ্যারিটি কনসার্টের আয়োজন করে বিপুল অঙ্কের অর্থ পাঠিয়েছিলেন বাংলাদেশের জন্য। হ্যাঁ, ঐতিহাসিক ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’র কথাই বলা হচ্ছে। যেটির আয়োজন করেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ হ্যারিসন ও ভারতীয় শিল্পী পণ্ডিত রবি শংকর। ওই কনসার্টে মানবতার ডাকে ছুটে এসেছিলেন হাজার হাজার মানুষ। আর তাদের গানে গানে মাতিয়েছিলেন হ্যারিসনের দল, বব ডিলান, আলী আকবর খান, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, এরিক ক্ল্যাপটনের মতো তারকারা। বাংলাদেশকে ভালোবেসে তিনটি প্রকল্প করেছিলেন জর্জ হ্যারিসন। একটি হলো মৌলিক গান ‘বাংলা দেশ’, দ্বিতীয়টি কনসার্টের গান নিয়ে ট্রিপল অ্যালবাম আর তৃতীয়টি হলো একটি সিনেমা। কনসার্টের নামেই এর নাম ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এ ছবি মুক্তি পেয়েছিল ১৯৭২ সালের ২৩ মার্চ। সে হিসেবে ২৩ মার্চ ছবিটির মুক্তির ৫১ বছর হয়েছে। আর বিশেষ দিনটিতে সেই স্বর্ণালি স্মৃতি স্মরণ করলেন বব ডিলান। বিশ্ব সংগীতের সর্বকালের সেরাদের একজন বব ডিলান। নোবেল, পুলিৎজার, অস্কার কিংবা গ্র্যামির মতো বিখ্যাত সব পুরস্কার যার অর্জনে, সেই কিংবদন্তি শিল্পীই শেয়ার করলেন বাংলাদেশকে নিয়ে আয়োজিত কনসার্টের বিশেষ মুহূর্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত