শেষ হলো ‘সুড়ঙ্গ’ ছবির প্রথম স্লটের শুটিং
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
ফেব্রুয়ারি মাসের শেষ দিন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত। এ সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন হালের ক্রেজ আফরান নিশো। পরিচালক রায়হান রাফী মার্চের প্রথম সপ্তাহে শুরু করেছেন এ সিনেমার শুটিং। প্রেক্ষাগৃহের জন্য নির্মিত এ সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন সময়ের আলোচিত অভিনেত্রী তমা মির্জা। ওটিটি, টিভি, ইউটিউব নানান মাধ্যমের বিভিন্ন কনটেন্টের জন্য বহুবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নিশো। তবে বড়পর্দা অর্থাৎ প্রেক্ষাগৃহের সিনেমার জন্য এবারই প্রথম তিনি ক্যামেরার সামনে। শুটিং করে কেমন লাগছে- জানতে চাইলে নিশো বলেন, ‘অবশ্যই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এটা আমার প্রথম সিনেমা। সিলেট ও সুনামগঞ্জের দুর্গম এলাকায় আমরা সবাই মিলে প্রায় ১০ দিন শুট করেছি। সবার থাকাণ্ডখাওয়ার খুব কষ্ট ছিল। আমাদের সবার অনেক পরিশ্রম হলেও ভিজ্যুয়ালি বা প্যারফম্যান্সে দর্শক উপভোগ্য, রুচিশীল, মার্জিত কিছু দেখতে পাবেন।
পরিচালক রায়হান রাফী বলেন, এ স্লটে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লোকেশন। একদম ভারত-বাংলাদেশ সীমান্তে অর্থাৎ রিমোট লোকেশনে শুট করেছি। সেখানে বছরের অর্ধেক সময় পানি থাকে আর বাকি সময় মাটি। সেখানে সেট বানানো, শুট করা পুরো ব্যাপারটাই ছিল কষ্টের।