অভিষেকের বছর দুয়েকের মধ্যেই বলিউডে নিজের জায়গাটা পোক্ত করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জনপ্রিয়তাও পেয়েছিলেন ঢের। কিন্তু তাতেই তৃপ্ত হননি তিনি। কারণ তার স্বপ্ন ছিল আরও বড়; হলিউডে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু চাইলেই কি হলিউডে সুযোগ মেলে? একদমই না। বলিউডজয়ী প্রিয়াঙ্কাও একপ্রকার দ্বারে দ্বারে ঘুরে, শ্রমণ্ডসাধনা দিয়ে কাজ পেয়েছেন। ২০১৭ সালে ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে তার হলিউডে অভিষেক হয়। এরপর টানা কাজ করছেন। সিনেমা থেকে টিভি পর্দা, ফ্যাশন শো থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সবখানেই তার সরব উপস্থিতি।
এ সাফল্যের পেছনে তো দীর্ঘ সংগ্রামের গল্প আছে। টপকাতে হয়েছে নানা প্রতিবন্ধকতা। কিন্তু সবচেয়ে বড় বাধা কী ছিলো, তা-ই এবার জানালেন প্রিয়াঙ্কা। তার মতে, তিনি কতখানি যোগ্য, তা উপস্থাপনের সুযোগ ছিল না। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আমার মনে হয়, যেটা মূল পরিবর্তন এনেছে, তা হলো স্ট্রিমিং। যখন স্ট্রিমিং এলো, তখনই কনটেন্টগুলো বৈশ্বিক হওয়া জরুরি হয়ে পড়ে। একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হয়েছি, তা হলো- আমি কতখানি যোগ্য, সেটা দেখানোর জায়গাটা সীমাবদ্ধ ছিল। সেই পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে।