ঢাকা ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোলাহল ও বায়োস্কপের উদ্যোগে শর্ট ফিল্মস ফেস্টিভ্যাল

কোলাহল ও বায়োস্কপের উদ্যোগে শর্ট ফিল্মস ফেস্টিভ্যাল

কোলাহল কমিউনিকেশন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ঘোষণা দিয়েছে। এ আয়োজনের সহযোগী হিসেবে আছে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মস। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরে এক আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে বাংলাদেশের তরুণ নির্মাতা খোঁজা ও তাদের তৈরি শর্ট ফিল্ম নিয়ে ফেস্টিভ্যালের এ উদ্যোগের কার্যক্রম শুরু হলো। কোলাহল কমিউনিকেশনের প্রধান নির্বাহী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, এটি আমাদের ড্রিম প্রজেক্ট। দেশ ও দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষি রয়েছেন তারা সবাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রাথমিকভাবে যে কোনো মেধাবী নির্মাতা তাদের যে কোনো ডিভাইসে নিজেদের গল্পে শর্ট ফিল্ম পাঠাবেন, এরপর ৫ জন জুরির মাধ্যমে তা বাছাই করা হবে। বায়োস্কপ ফিল্মসের প্রধান নির্বাহী রাজ হামিদ বলেন, কোলাহল কমিউনিকেশন সবসময় সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা করে থাকে। আমরা বায়োস্কপ ফিল্মস থেকে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কথা ভাবছিলাম। ঠিক সেসময় কোলাহলের এ উদ্যোগটি আমাদের কাজটিকে আরও সহজ করে দিয়েছে। আমরা একই সঙ্গে সেরা দশের ৩টি শর্ট ফিল্ম প্রযোজনা করব এবং সেরা ১০ শর্ট ফিল্ম নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার অধিকাংশ রাজ্যে বড় পর্দায় তা প্রদর্শনীর ব্যবস্থা করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত