‘এখন কৌতুক করা কঠিন’

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। গত প্রায় তিন দশক ধরে কৌতুক অভিনয়ের সঙ্গে জড়িত। ১৯৯৪ সালে শুরু হওয়া সিটকম টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’ থেকে শুরু করে হালের নেটফ্লিক্সের ‘মার্ডার মিস্ট্রি ২’ সবখানেই নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌতুক অভিনয় নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অ্যানিস্টন জানান, কৌতুক এখন এতটাই বিকশিত হয়েছে যে, আজকাল মজাদার হওয়া কিছুটা কঠিন। তার কথায়, এখন কৌতুক করা কঠিন। কারণ আপনাকে খুব সতর্ক থাকতে হয়, যা একজন কৌতুক অভিনেতার কাজকে সত্যিই কঠিন করে তোলে। কৌতুকের সৌন্দর্য হলো যে, আমরা নিজেদের নিয়ে মজা করি, জীবনকে নিয়ে মজা করি। অতীতে আপনি একটি ধর্মান্ধ বিষয় সম্পর্কে রসিকতা করতে পারতেন এবং হাসতে পারতেন। কিছু মানুষ কতটা হাস্যকর ছিল সে সম্পর্কে মানুষকে শিক্ষিত করার বিষয় ছিল ওখানে। কিন্তু এখন আমাদের ওই ধরনের কৌতুক করার অনুমতি নেই।