খুনি ও মা এক চরিত্রে দুই রূপ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

জিল বকসুন ভাড়াটে খুনি। পেশাগত জীবনের বাইরে তার আরেকটা পরিচয় রয়েছে, সে একজন একক (সিঙ্গেল) মা। খুনি ও মা- এ দুই বিপরীত পরিচয়ের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘কিল বকসুন’। ৩১ মার্চ মুক্তির পর মাত্র ৩ দিনে নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে উঠে গেছে অ্যাকশন ছবিটি। ‘জিল বকসুন’ চরিত্রে অভিনয় করেছেন জেয়ন ডু ইয়োন। ২০০৭ সালে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরীয় এ অভিনেত্রী। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে দেওয়া এক সাক্ষাৎকারে জেয়ন ডু ইয়োন জানান, অ্যাকশন দৃশ্যগুলো নিখুঁতভাবে তুলে আনতে চার মাস ধরে তাকে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হয়েছে। ধুন্ধুমার অ্যাকশনের বাইরে পর্দায় মায়ের দায়িত্বও সামলাতে দেখা গেছে ইয়োনকে। ব্যক্তিগত জীবনেও এক সন্তানের মা জেয়ন ডু ইয়োন।