‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
বিপদ যেন পিছুই ছাড়ছে না ‘আদিপুরুষ’ এর। একের পর এক বিতর্কে নাম জড়িয়ে যাচ্ছে সিনেমাটির। এবার আইনি ঝামেলায় জড়িয়েছেন সিনেমা সংশ্লিষ্ট সবাই। কয়েক দিন আগেই প্রকাশ পেয়েছে এ সিনেমার নতুন পোস্টার। আর এ পোস্টার নিয়েই নতুন এ বিতর্ক। ওম রাউত পরিচালিত এ সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমা নিয়ে সমালোচনার শুরু। পোস্টারে রামের রূপে প্রভাস, আর কৃতি শ্যাননকে সীতার রূপে দেখা গেছে। অভিযোগ উঠেছে, হিন্দু ধর্মগ্রন্থ ‘রামচরিতমানস’-এ রামের সাজসজ্জা যেভাবে দেখানো হয়েছে, ঠিক তার উল্টো ‘আদিপুরুষ’ এর নতুন পোস্টারে দেখানোর চেষ্টা করেছেন নির্মাতারা। এ পোস্টার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন মুম্বাইয়ের বাসিন্দা সঞ্জয় দীনানাথ তিওয়ারি। সাকিনাকা পুলিশ স্টেশনে ছবির পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমারসহ সিনেমা সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে এফআইআর করেছেন।