ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের ইত্যাদিতে শিবলী-নিপার ত্রিমাত্রিক নৃত্য

ঈদের ইত্যাদিতে শিবলী-নিপার ত্রিমাত্রিক নৃত্য

‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মান। সঙ্গে থাকে বর্ণিল আয়োজন। যা শুধু নির্মাতাণ্ডসঞ্চালক হানিফ সংকেতকে দিয়েই সম্ভব। প্রতি ঈদেই এ নির্মাণ স্রষ্টা চেষ্টা করেন ‘ইত্যাদি’র মাধ্যমে নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টাটি করা হয়েছে দেশের শীর্ষ নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপাকে দিয়ে। এবারের নাচটিতে ব্যাপক আয়োজনে তুলে ধরা হয়েছে তিনটি ধারাকে। তাই এটিকে বলা যায় ত্রিমাত্রিক নৃত্য। নাচটি পরিবেশনায় শিবলী-নিপা জুটির সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন যথারীতি হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত