ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাড়ে পাঁচশ সন্তানের জনক গায়ক মাইজার বিপদে

সাড়ে পাঁচশ সন্তানের জনক গায়ক মাইজার বিপদে

একটি দুটি নয়, একেবারে সাড়ে পাঁচশ সন্তানের জনক হলেন নেদারল্যান্ডসের এক ব্যক্তি। বিশ্বের বিভিন্ন দেশে তার সন্তান গর্ভে লালন করছেন অনেক নারী, অনেক সন্তান বেড়ে উঠছে বিভিন্ন পরিবারে। বিশ্বের প্রতিটি অঞ্চলে বংশধর রেখে যাওয়ার নেশায় যেন বুদ হয়ে আছেন তিনি। কি ভাবছেন, কেমন করে সম্ভব হলো? তেমন জটিল কোনো বিষয় নয়, স্পার্ম ডোনেট করে এ কাণ্ড ঘটিয়েছেন নেদারল্যান্ডসের হেগ শহরের জোনাথান জ্যাকোব মাইজার। নেদারল্যান্ডস ছাড়াও ইউক্রেন, ডেনমার্কসহ বিভিন্ন দেশে স্পার্ম ডোনেট করেন তিনি। পেশায় গায়ক জোনাথান জ্যাকব মাইজারের বয়স ৪১। প্রায় ১৩টি ক্লিনিকে স্পার্ম ডোনেট করেছেন তিনি, যার মধ্যে ১১টিই নেদারল্যান্ডসে। বর্তমানে কেনিয়ায় বাস করছেন মাইজার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত