ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এবার ‘ব্যালেরিনা’র অপেক্ষা

এবার ‘ব্যালেরিনা’র অপেক্ষা

২৪ মার্চ মুক্তির পর বিশ্বব্যাপী ২৫০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ‘জন উইক : চ্যাপ্টার ফোর’। রটেন টোমাটোজে ৯৫ শতাংশ তাজা রেটিং পেয়েছে। জনপ্রিয় ও সমালোচক প্রশংসিত ছবিটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই এলো নতুন ঘোষণা- জন উইকের স্পিন অফ সিনেমা ‘ব্যালেরিনা’ মুক্তি পাবে ২০২৪ সালের ৭ জুন। জানিয়েছে মার্কিন চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ভ্যারাইটি। এ ‘ব্যালেরিনা’ এসেছে ‘জন উইক-৩’ থেকে। ছবিটিতে রুনি নামে একটি চরিত্র ছিল, গুপ্তঘাতক হওয়ার জন্য যে ব্যালে নাচের প্রশিক্ষণ নেয়। সেবার চরিত্রটিতে অভিনয় করেছিলেন ইউনিটি ফেলান। তবে স্পিন অফ ছবিতে তিনি থাকছেন না, রুনিরূপে হাজির হবেন আনা ডে আরমাস। ২০২৪ সালে ছবিটি মুক্তি পেলেও এর কাজ শুরু হয় ২০১৭ সালে, ২০২২ সালে আসে আনুষ্ঠানিক ঘোষণা। ‘জন উইক’ সিনেমা সিরিজের পরিচালক চ্যাড স্ট্যাহেলস্কি থাকবেন ছবিটির প্রযোজকের ভূমিকায়। পরিচালনা করবেন লেন ওয়াইজম্যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত