ঢালিউডে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে, ঈদে মানুষ বিনোদনমূলক ছবি দেখতে চায়। তাই যুগ যুগ ধরে বৃহত্তম উৎসবের দিনে কথিত বাণিজ্যিক ছবি মুক্তি দিয়ে দর্শকের সেই খোরাক মিটিয়ে আসছেন নির্মাতাণ্ডপ্রযোজক-হল মালিকরা। তবে এবারের ঈদে চেনা চিত্রপটে ভিন্নতা দেখা যাবে। কারণ মসলাদার ছবির মাঝে মুক্তি পাচ্ছে গল্পনির্ভর ‘আদম’। তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ পরিচালিত এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান। সম্প্রতি এর ট্রেলার ও পোস্টার প্রকাশ করা হয়েছে। সেগুলো প্রশংসাও পাচ্ছে বেশ। কিন্তু নীরব দর্শকের ভূমিকায় ছবিটির কেন্দ্রীয় দুই শিল্পী। পোস্টার কিংবা ট্রেলারটুকু শেয়ার পর্যন্ত দেননি ঐশী। এমনকি ছবিটি নিয়ে তার কোনো মন্তব্যও পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ইয়াশ রোহানের সোশ্যাল হ্যান্ডেলজুড়ে ‘কুহেলিকা’ নামের ওয়েবফিল্মের প্রচারণা। সপ্তাহ খানেক আগে শুধু ‘আদম’র পোস্টার শেয়ার দিয়েছিলেন অভিনেতা।
ইয়াশ-ঐশীর এমন অবাক নীরবতার কারণ জানতে চাওয়া হয় নির্মাতার কাছে। তিনি বললেন, আমিও জানি না তারা কেন চুপ।