৮১ বছরের জীবনে কত কীর্তিই না গড়েছেন! ১৯৫৯ সালে ক্যারিয়ার শুরুর পর গানের দুনিয়ায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বব ডিলান। সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন এ গীতিকবি। নন্দিত এ গায়ক, গীতিকারের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। আর বায়োপিকে তার চরিত্রটি করবেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোথি শ্যালামে। খবর এএফপির। বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যম কুলিডারকে দেয়া এক সাক্ষাৎকারে ডিলানের বায়োপিকে শ্যালামের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন পরিচালক জেমস ম্যানগোল্ড। পরিচালক এ-ও জানান, চলতি বছরের আগস্টেই শুরু হবে ছবিটির শুটিং। নিঃসন্দেহে বব ডিলানের বায়োপিকটি হতে যাচ্ছে ২৭ বছর বয়সি শ্যালামের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, ছবিটিতে গানও গাইবেন তিনি। ডিলানের বায়োপিক নিয়ে ইন্ডিয়ানা জোনসখ্যাত পরিচালক বলেন, বব ডিলানের গল্প বলার ব্যাপারটি দারুণ হবে। সেই ডিলান যে পকেটে মোটে দুই ডলার নিয়ে ১৯ বছর বয়সে নিউইয়র্কে এসেছিলেন, এরপর মাত্র তিন বছরের মধ্যেই হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা।