ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২২ বছর পর প্রিন্স মিজানের যুগলবন্দি

২২ বছর পর প্রিন্স মিজানের যুগলবন্দি

গানপ্রিয় শ্রোতাদের কাছে ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ প্রিন্স মাহমুদের সুরে সৃষ্ট গান। সেই ১৯৯৫ সাল থেকেই প্রতি ঈদে গান উপহার দিয়ে আসছেন এ কিংবদন্তি গীতকবি-সুরকার-সংগীত পরিচালক। ব্যতিক্রম ঘটছে না এবারও। বরং এ ঈদে আরও চমকপ্রদ আয়োজন নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেই চমকের নাম মিজান। ‘ওয়ারফেইজ’ খ্যাত এ ব্যান্ড তারকা পাক্কা ২২ বছর পর প্রিন্স মাহমুদের সুরে গাইলেন। গানের শিরোনাম ‘এমন হয়নি আগে’। ঈদ উৎসবে জি সিরিজ থেকে প্রকাশ হতে যাচ্ছে গানটি। প্রিন্স মাহমুদ জানালেন, ২০০০ সালের ঈদে প্রকাশ হয়েছিল তার সুরে ‘স্রোত’ অ্যালবামটি। সেখানে মিজানের কণ্ঠে ‘আজ আপন কাল পর’ শিরোনামের একটি গান ছিল। যা শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পায়। এরপর মিজান যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেইজ’-এ। ব্যান্ড নিয়ে ব্যস্ততায় আর একক গানে ফিরতে পারেননি। দুই দশক পেরিয়ে ফের কথা-সুরে এক হলেন প্রিন্স-মিজান। বিশেষ এ গান নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, এটি রক ধারার গান। আমাদের গান যারা শুনতেন বা শোনেন, আমার মনে হয় তাদের কাছে ভালো লাগবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত