ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশে এলো অস্কারজয়ী রাসেল ক্রোর সিনেমা

দেশে এলো অস্কারজয়ী রাসেল ক্রোর সিনেমা

জন্ম নিউজিল্যান্ডে। তবে বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি আসে ২০০০ সালে, ‘গ্ল্যাডিয়েটর’ ছবির মাধ্যমে। এতে অনবদ্য অভিনয় করে জিতে নেন অস্কার। এ ছাড়া ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘৩:১০ টু ইউমা’, ‘লা মিসারাবেল’, ‘দ্য ইনসাইডার’, ‘ম্যান অব স্টিল’র মতো বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়েছেন। হ্যাঁ, তিনি রাসেল ক্রো।

খ্যাতিমান এ তারকার নতুন ছবি ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’। ১৪ এপ্রিল বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেল ছবিটি। স্টার সিনেপ্লেক্সের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর শাখাগুলোতে এটি দেখা যাবে। জুলিয়াস আভেরি পরিচালিত ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’ মূলত ভৌতিক ঘরানার ছবি। একটি ক্যাথলিক গির্জায় পৈশাচিক, ভূতপ্রেতের ভয়ানক সব কাণ্ড রয়েছে এতে। ছবির মূল চরিত্র ফাদার অ্যামর্থ’র ভূমিকায় অভিনয় করেছেন রাসেল ক্রো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত