বিশ্বজুড়ে বলিউডের যে পরিচিতি, তার মূল কাণ্ডারি তাকেই গণ্য করা হয়। তিন দশক পেরিয়ে এখনও মুম্বাই ইন্ডাস্ট্রিতে তার রাজত্ব। কিছু দিন আগে ‘পাঠান’ দিয়ে নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার আরও অনেকটা দূরে।
সেই সুবাদে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘টাইম’র প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন শাহরুখ খান। পাঠকদের ভোটের নিরিখে সবাইকে টপকে ১০০ জন প্রভাবশালীর মধ্যে শীর্ষস্থান অর্জন করেন কিং খান। সেই দৌড়ে লিওনেল মেসি, মার্ক জাকারবার্গ, সেরেনা উইলিয়ামস, মিশেল ইয়োহ’র মতো ব্যক্তিকে পেছনে ফেলেছেন তিনি। ৭ এপ্রিল ‘টাইম রিডার পুল’ শীর্ষক তালিকার খবরটি প্রকাশ করে ম্যাগাজিনটি। তবে ১৩ এপ্রিল প্রকাশ করা হয়েছে ম্যাগাজিনের সম্পাদকদের বিশ্লেষণ থেকে নির্বাচিত তালিকা। এতে ‘টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সাল পিপল ২০২৩’ তালিকার ‘আইকন’ বিভাগে রয়েছেন শাহরুখ খান। এতে তার তার অবস্থান চতুর্থ। প্রভাবশালী প্রত্যেক ব্যক্তিকে নিয়ে তাদের পরিচিত একজনের মন্তব্য প্রকাশিত হয়েছে। শাহরুখকে নিয়ে লিখেছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির এ তারকার অভিষেক হয়েছিল কিং অব রোম্যান্সের নায়িকা হয়েই।