ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল ললিতকলা একাডেমির গুলশান বাড্ডা শাখা আয়োজন করেছিল বৈশাখ বরণ অনুষ্ঠানের। ‘এসো হে বৈশাখ’ গানটি সমবেত সুরে গেয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এর পর একাডেমির ছাত্র-ছাত্রীরা গেয়ে শোনান বৈশাখের গান। অন্যরকম আভা ছড়ায় বৈশাখী গানের সঙ্গে সমবেত ও একক নৃত্য পরিবেশন। এভাবেই শিক্ষক-শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনার মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শাখা প্রধান নাসির আহমেদ, পণ্ডিত পংকজ বোসসহ আরও অনেকে। গুলশান বাড্ডা শাখার অধ্যক্ষ তৌফিক অপু জানান, সাংস্কৃতিক পরিমন্ডল একটি মানুষকে মেধা ও মননে বড় করে তোলে। তাই সাংস্কৃতিক চর্চা আরও বেশি করে হওয়া দরকার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্ধবার্ষিকীর পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।