ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেন্সর ছাড়পত্র পেল ‘নকশি কাঁথার জমিন’

সেন্সর ছাড়পত্র পেল ‘নকশি কাঁথার জমিন’

বিশ্বের নানা দেশে প্রশংসিত ও পুরস্কৃত হচ্ছে টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশি কাঁথার জমিন’। এবার দেশের রুপালি পর্দায় মুক্তির প্রস্তুতি। তারই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে নির্মাতা আকরাম খান পরিচালিত চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির প্রযোজক টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনকাট সেন্সর পেয়েছে নকশি কাঁথার জমিন। গুণী নির্মাতা আকরাম খান পরিচালিত চলচ্চিত্রটি এরই মধ্যে আন্তর্জাতিক পরিসরে নানা প্রশংসা ও সম্মান বয়ে এনেছে। আনন্দের সঙ্গে জানাতে চাই, চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের বড় পর্দায়ও চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতিও নিচ্ছি আমরা। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত