ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

একঝাঁক তরুণ শিল্পীর কণ্ঠে নজরুলের ঈদের গান

একঝাঁক তরুণ শিল্পীর কণ্ঠে নজরুলের ঈদের গান

রমজানের ঈদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’। জনপ্রিয় এ গানটি একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন শ্রোতাপ্রিয় কিছু তরুণ শিল্পী। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইউসুফ আহমেদ, অপু আমান, মৃদুলা সমদ্দার, রবিউল ইসলাম শশী, ইতি ফরাজী, রুদ্র দাস ও সমীরণ দেওয়ান। পুরো গানটির সংগীতায়োজন করেছেন সমীরণ দেওয়ান। সমীরণ দেওয়ান বলেন, এ গানটি আমাদের জাতীয় কবির এমন একটি সৃষ্টি, যা যুগের পর যুগ অমর হয়ে থাকবে। ঈদ এলে এ গানটা গুনগুন করেন না বা শোনেন না এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। ঈদের এ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমাদের এ উদ্যোগ। গানটি এসএ টিভি ও বাংলা টিভির পর্দায় দেখতে পাবেন দর্শক।

টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি সমীরণ দেওয়ানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও গান পাবলিশ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত