নানা নাটকীয়তা আর দৌড়ঝাঁপের পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিন্দি সিনেমা। ৫ মে থেকে শুরু হচ্ছে এ অধ্যায়। আর শুরুটা হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ব্লকবাস্টার হিট ছবি ‘পাঠান’ দিয়ে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতাণ্ডপ্রযোজক অনন্য মামুন। তিনিই হিন্দি ছবি আমদানির মূল কাণ্ডারি। মামুনের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আরও আগেই ‘পাঠান’ আমদানি করেছে। কিন্তু দেশের আইনি জটিলতায় সেটি মুক্তি দিতে পারেননি। এরপর বিষয়টি নিয়ে দফায় দফায় মন্ত্রণালয়, সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলোতে বৈঠক হয়েছে। সবশেষে ১০ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে যে, সাফটাভুক্ত দেশ থেকে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি ছবি বছরে আমদানি করা যাবে। সেই সুবাদে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।