ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের প্রথম স্পিন-অফ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

বাংলাদেশের প্রথম স্পিন-অফ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

তুমুল আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ঈদুল আজহায়। এ সিরিজের ব্যাপক জনপ্রিয় একটি চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু ডায়ালগ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি হয়েছিল দর্শক প্রিয়।

‘সিন্ডিকেট’-এর অ্যালেন স্বপন-কে নিয়ে পরিচালক শিহাব শাহীন এবার নির্মাণ করেছেন বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ বিকাশ নিবেদিত চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। পাওয়ারড বাই গ্রামীণ ডিজিটাল হেলথ। চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ নামভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সেই সঙ্গে আছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ আরও অনেকে।

‘এই শোনো, লেবু নিয়ে আইসো। পানি খাবা না? কি খুঁজো? কি হয়ছে তোমার? কীসের প্যাকেট এটা? অফিস যাবা না?’- একটানা শায়লা এ সব প্রশ্ন করতে থাকে অ্যালেন স্বপনকে। সব কিছুতে অস্থির হয়ে চট্টগ্রামের ভাষায় অ্যালেন বলেন, ‘ও খোদা কন্ডে আনি ফালাইলা?’- ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর ট্রেইলারের প্রথমেই দেখা যায় এ দৃশ্য।

এসব প্রশ্নের উত্তর আর অ্যালেন স্বপনের পরিণতির সবকিছু জানা যাবে চাঁদ রাতেই। দেখতে হবে ক্রাইম থ্রিলার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত