ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অ্যাশেজের ভারত সফর

অন্যরকম অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা

অন্যরকম অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা

এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। দেশজুড়ে সারা বছর তাদের কনসার্টের ব্যস্ততা লেগে থাকে। গেল বছরের ডিসেম্বরে ইউরোপের তিন দেশে (নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্স) কনসার্ট সেরে এসেছে ব্যান্ডটি।

সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে পরপর তিনটি কনসার্ট করেছে তারা। প্রথমবার কলকাতার মঞ্চে গান পরিবেশনের অন্যরকম অভিজ্ঞতা, সেখানকার দর্শক-শ্রোতার প্রতিক্রিয়া কেমন ছিল, সেসব নিয়ে বিস্তারিত জানালেন ‘অ্যাশেজ’র ভোকাল জুনায়েদ ইভান। তিনি জানান, ৩১ মার্চ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, ১ এপ্রিল জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ৮ এপ্রিল কোলাঘাটের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাম্পাসে বাজিয়েছেন তারা। প্রত্যেকটি কনসার্টে হাজার হাজার শ্রোতার ভালোবাসা পেয়েছে ‘অ্যাশেজ’। এমনকি কলকাতার কনসার্টটি উপভোগ করতে মুম্বাই, দিল্লির মতো দূরবর্তী শহর থেকেও মানুষ ছুটে এসেছেন বলে জানান এ ব্যান্ড তারকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত