ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেষ হলো ‘নয়া মানুষ’ ছবির শুটিং

শেষ হলো ‘নয়া মানুষ’ ছবির শুটিং

সুপার সাইক্লোন সিত্রাং (২০২২) তাণ্ডবে লন্ডভন্ড হয়েছিল ‘নয়া মানুষ’ ছবির শুটিং সেট। কাজ শেষ না করে মাঝপথেই ফিরতে হলো নির্মাতা-শিল্পী-কুশলীদের। ঘটনাটি গত অক্টোবরে চাঁদপুরের কানুদির চরে ঘটে। অবশেষে এই এপ্রিলে ফের একই চরে গিয়ে নতুন সেট তৈরি করেন নির্মাতা সোহেল রানা বয়াতি। ৬ এপ্রিল থেকে টানা শুট করেন ১২ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে শেষ হয় ছবিটির পুরো শুটিং। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘পবদনার বালু চরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হচ্ছে ভিন্ন ধারার ছবিটি। যার অন্যতম চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ। অভিনেত্রী বলেন, আগের লটে আমরা সিত্রাংয়ের মুখে পড়ি। সে এক ভয়ংকর অভিজ্ঞতা। সেই ঝড় মুখে নিয়ে আমরা মাইক্রোতে করে ঢাকায় ফিরি। যদিও আমাদের পুরো সেট উড়ে যায়। এবারও কষ্ট কম করিনি। রোজ সাহরির সময় আমাদের কাজ শেষ হতো। চাঁদপুর শহরের একটা হোটেলে থাকতাম। কাজ শেষ করে চর থেকে হোটেলে যেতে ২ ঘণ্টা সময় লাগত। হোটেলে গিয়ে ২ থেকে ৩ ঘণ্টা বিশ্রাম নিয়ে আবার চরে ফিরতে হতো। প্রতিদিন ১৮ থেকে ১৯ ঘণ্টা এ তীব্র গরমের মধ্যে কাজ করেছি। চেষ্টা করেছি একটা ভালো গল্পে প্রাণ দিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত