হানি সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
ফের আইনি জটিলতায় ভারতীয় র্যাপার হানি সিং। মাঝখানে বেশ কিছু দিন গানের জগৎ থেকে দূরে ছিলেন। আবারও ফিরে এসেছেন নিজ ভুবনে। আপাতত নতুন অ্যালবাম ‘৩.০’র প্রচারে ব্যস্ত, এরই মাঝে হানি সিংয়ের বিরুদ্ধে থানায় দায়ের হলো অপহরণ ও নির্যাতনের অভিযোগ।
বিবেক রমন নামে এক ব্যক্তি, যিনি কিনা একটি ইভেন্ট কোম্পানির মালিক, তিনিই হানির বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন। বিবেক রমনের অভিযোগ, হানির সঙ্গে টাকাণ্ডপয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার কারণে, তিনি ১৫ এপ্রিল হানির সঙ্গে অনুষ্ঠান বাতিল করেন। এর পরই হানি ও তার সহযোগীরা তাকে অপহরণ করেন এবং তার ওপর অত্যাচার চালান। যদিও এ বিষয়ে হানি সিং কিংবা তার পক্ষে কেউ কোনো বিবৃতি দেননি। এ মুহূর্তে ‘৩.০’ অ্যালবামের প্রচারের কারণে আলোচনায় রয়েছেন তিনি। তবে র্যাপারের বিরুদ্ধে এ অভিযোগ যদি সত্য হয়, তাহলে বড় ধরনের আইনি জটিলতায় জড়াতে পারেন হানি।