ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফিরল ওসি হারুন সঙ্গে অনির্বাণ চমক

ফিরল ওসি হারুন সঙ্গে অনির্বাণ চমক

অবসান হলো দুই বছরের অপেক্ষার। মুক্তি পেল আশফাক নিপুণ নির্মিত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় সিজন। ২০ এপ্রিল ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে এটি। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে ওসি হারুনের আখ্যান। এ চরিত্রে মোশাররফ করিমের অভিনয় মুগ্ধ-বিস্মিত করছে দর্শক-সমালোচকদের। তবে দ্বিতীয় সিজনে বিশেষ চমক হিসেবে দেখা গেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। ফলে সিজনটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে বলে মনে করছেন দর্শক। সেই সঙ্গে তৃতীয় সিজনেরও আভাস পাওয়া যাচ্ছে।

‘মহানগর-২’ দেখার পর মুগ্ধতা প্রকাশ করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বলেছেন, ওটিটির কাজগুলা নিয়ে আমার একটা জেনারেল আশঙ্কা হচ্ছে, যে কোনো কারণেই হোক আমরা কি ধীরে ধীরে এরকম দিকে ঝুঁকব, যেখানে সুন্দর গল্প হবে, থ্রিল হবে; কিন্তু সময়টা আর ভূগোলটা থাকবে না? আশফাক নিপুণের ‘মহানগর’ এ দিক থেকে উজ্জ্বল ব্যতিক্রম। লেখক ও আরজে আশীফ এন্তাজ রবি তার মুগ্ধতা প্রকাশ করেছেন এভাবে- আমার অনেক সহকর্মী যখন অল্প দামে নিজেকে বিকিয়ে দিয়েছেন, আমার অনেক বড় ভাই বুদ্ধিজীবী যখন বিক্রি করে ফেলেছেন মগজ ও হৃদয়, তখন আশফাক নিপুণ দেখিয়েছেন যে, তার একটা মেরুদণ্ড আছে। এবং ওটাকে না বিক্রি করেও গল্প বলা যায়। ‘মহানগর-২’ দেখে মুগ্ধ হয়েছি। কী সাহস, কী সাহস!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত