ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৪ মে থেকে শুরু হচ্ছে ‘সেরাকণ্ঠ’-এর প্রচার

৪ মে থেকে শুরু হচ্ছে ‘সেরাকণ্ঠ’-এর প্রচার

সংগীত নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতামূলক টিভি শো ‘সেরাকণ্ঠ’। দীর্ঘদিন ধরে এটির আয়োজন করে আসছে চ্যানেল আই। এবার শুরু হয়েছে প্রতিযোগিতাটির সপ্তম আসর। গত ডিসেম্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। বর্তমানে চলছে গ্র্যান্ড অডিশনের শুটিং পর্ব। ‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’ সিজন-৭’র বর্তমান অবস্থা এবং প্রচারের তারিখ জানতে যোগাযোগ করা হয় প্রকল্পটির পরিচালক ইজাজ খান স্বপনের সঙ্গে। তিনি নিশ্চিত করলেন, ৪ মে থেকে শুরু হচ্ছে এ রিয়্যালিটি শোর প্রচার। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি। এরপর তা উন্মুক্ত করা হবে চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে। ইজাজ খান স্বপন বলেন, প্রায় ২৮-২৯ হাজার ছেলে-মেয়ে রেজিস্ট্রেশন করেছে। সবগুলো বিভাগ আমরা কাভার করেছি। সেখান থেকে প্রাথমিক অডিশন শেষে আমরা ১৮০ জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড অডিশন শুরু করেছি ঢাকায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত