এবার ঈদের সিনেমা নিয়ে ঈদের দিন হাউসফুলের খবর নিশ্চিত না হওয়া গেলেও বেশিরভাগ হলই পঞ্চাশ ভাগের বেশি দর্শক পেয়েছে। তাতেই হল কর্তৃপক্ষ খুশি। মূলত এবার হল শাসন করছে শাকিব খানের ‘লিডার’। উৎসবের বাইরে দেশে টিকে থাকা হলের সংখ্যা ৬০ প্লাস হলেও, এই ঈদে ছবিটি মুক্তি পেয়েছে ১০০ হলে! বিশেষ করে দেশের প্রায় সব ভালো ও বড় হল দখলে নিয়েছে ‘লিডার’। এ ছাড়া মুক্তি পেয়েছে বাপ্পী চৌধুরীর ‘শত্রু’, অনন্ত জলিলের ‘কিল হিম’, বুবলীর ‘লোকাল’, অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’, পূজার ‘জিন’, রোশানের ‘পাপ’ ও ইয়াশের ‘আদম’। ঈদের প্রথম দিনে মাল্টিপ্লেক্সগুলোতে ভালো সাড়া মিলেছে ‘লিডার’, ‘জিন’, ‘কিল হিম’, ‘লোকাল’ ও ‘আদম’ ছবিটির পক্ষে। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিনে সাড়া মিলছে ‘লিডার’ ও ‘শত্রু’র। এর মধ্যে দেশজুড়েই এগিয়ে আছে শাকিব খান-বুবলী জুটির ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমাটি। এর পরই নাম চলে এসেছে বাপ্পী-মিতুর ‘শত্রু’র। বাকি সিনেমাগুলো মাল্টিপ্লেক্সে চলছে ভালোই। ঈদে মুক্তি পাওয়া ৮টি ছবির মধ্যে ৬টিই চালাচ্ছে স্টার সিনেপ্লেক্স। প্রথম দিনের সিনেমাগুলোর টিকিট বিক্রিতে স্বস্তিবোধ করলেন মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের এখানে ‘জিন’ সিনেমার প্রতিটি শো সব শাখায় প্রায় হাউসফুল। এ ছাড়া ‘লিডার’ আর ‘কিল হিম’র অবস্থায় বেশ ভালো। ‘আদম’ ও ‘লোকাল’ সিনেমা দুটিও প্রথম দিন খারাপ যায়নি।