চরকির সব রেকর্ড ভাঙল অ্যালেন স্বপন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
মুক্তির পর থেকে ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। ফলে চরকির সব রেকর্ড ভেঙেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এটি ২১ এপ্রিল মুক্তি পায়। এটি নির্মাণ করেছেন পরিচালক শিহাব শাহীন। ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুমুল আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর ব্যাপক জনপ্রিয় চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু ডায়ালগ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি হয়েছিল দর্শকপ্রিয়। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর নামভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সেই সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ আরও অনেকে। এত অল্প সময়ে সিরিজটি এত মানুষ দেখেছে, এটা নিয়ে বেশ আপ্লুত নাসির উদ্দিন খান। পরিচালক শিহাব শাহীন বরাবরের মতোই মুন্সিয়ানা দেখিয়েছেন তার নির্মাণে। তিনি বলেন, দর্শক দেখলে, পছন্দ করলেই আমাদের নির্মাণ পূর্ণতা পায়। সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে, তিনি চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। সেই সঙ্গে পুরো টিমকে ধন্যবাদ।