ঢাকায় আন্তর্জাতিক জ্যাজ দিবস উদযাপন

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ঢাকায় উদযাপিত হলো আন্তর্জাতিক জ্যাজ দিবস। ৩০ এপ্রিল ঢাকার দ্য গ্যারাজ ফুড কোর্টে জ্যাজ অনুরাগী দর্শক ও রাজধানীর সংগীত পিপাসুদের সুযোগ ঘটে দেশি-বিদেশি শিল্পীদের জ্যাজ মিউজিকের পরিবেশনা উপভোগের। জ্যাজ মিউজিকের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করার লক্ষ্যে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) উদ্যোগে প্রতি বছর ৩০ এপ্রিল বিশ্বজুড়ে আন্তর্জাতিক জ্যাজ দিবস উদযপিত হয়। ২০১৫ সাল থেকে বাংলাদেশেও নিয়মিতভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে। কিংবদন্তি জ্যাজ পিয়ানোবাদক, সুরকার আন্তঃসাংস্কৃতিক সংলাপের জন্য ইউনেস্কোর রাষ্ট্রদূত হারবি হ্যানকক কর্তৃক সম্প্রতি বাংলাদেশে জ্যাজ মিউজিকের এ আন্দোলনকে স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক জ্যাজ দিবস উদযাপনের উদ্যোক্তা এবং দেশে জ্যাজ মিউজিকের পৃষ্ঠপোষক মূলত বাংলাদেশের জ্যাজ শিল্পীরাই। যাদের মধ্যে ইমরান আহমেদ, তৌফিক আরিফিন তুর্জো, রাহিন হায়দার, মোহাইমিন করিম, রায়হান রশিদ মজুমদার প্রমূখের নাম উল্লেখযোগ্য। কনসার্টে ঢাকার দর্শকের জন্য মনোমুগ্ধকর জ্যাজ মিউজিকের পরিবেশনা নিয়ে হাজির ছিলেন দ্য সিসো কোয়ার্টেট, শুভেন্দু দাস শুভ (গিটার), কৌশিক আহমেদ অন্তর (পিয়ানো), ইমরান আহমেদ (গিটার), তৌফিক আরিফিন তুর্জো (ড্রামস), মোহাইমিন করিম (ডাবল বেস এবং ইলেকট্রিক বেস), ফ্রান্সিস ম্যাগিন (ট্রম্বোন), রাহিন হায়দার (স্যাক্সোফোন), তানভীর হক (বেস) এবং ছিল পোল্যান্ডের বিশিষ্ট জ্যাজ শিল্পী, শিক্ষাবিদ গ্রেজরিগোর্জ কার্নাসের বিশেষ পরিবেশনা। আয়োজনের দায়িত্ব পালন করেছে বিজ্ঞাপনী সংস্থা ও ইমপ্রেস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনোভেটিভ ক্রিয়েশন লিমিটেড (আই ক্রিয়েশন)।