ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘অগ্নিপুরুষ’ আসছে ৪ মে

‘অগ্নিপুরুষ’ আসছে ৪ মে

অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় নির্ভীক সৈনিক হয়ে লড়াই করেন ফায়ার ফাইটাররা। বিধ্বংসী আগুনের সামনে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ ও সম্পদ সুরক্ষায় ঝাঁপিয়ে পড়েন তারা। তবে সেই অগ্নিযোদ্ধাদের গল্প সেভাবে পর্দায় উঠে আসে না। তাই এবার নির্মাণের জন্য দেশের ফায়ার সার্ভিসের গল্পই বেছে নিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। দীপ্ত প্লে-র জন্য তিনি বানিয়েছেন ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। এর চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক। ছবিটিতে ‘অগ্নিপুরুষ’ তথা ফায়ার ফাইটার চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। ৪ মে ওয়ার্ল্ড ফায়ার ফাইটার ডে উপলক্ষে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ফায়ার ফাইটাররা আমাদের সবচেয়ে বিপদের সময় পাশে থাকে। অথচ তারা সমাজে সেভাবে স্বীকৃতি-ভালোবাসা পান না। তাদের গল্প নিয়ে খুব একটা কাজও হয় না। তাই আমরা খুব সহজভাবে তাদের জীবন সংগ্রামটা পর্দায় তুলে ধরতে চেয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত